ভোটের ফল পাল্টাতে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্পকে চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প গভর্নর ব্রায়ানকে বলেন, জর্জিয়ার আইনপ্রণেতাদের তার পছন্দের ইলেক্টরদের বাছাইয়ে রাজি করাতে।
তবে, শনিবার ট্রাম্প ফোনে এমন অনুরোধে করলে তা প্রত্যাখ্যান করেন কেম্প। এছাড়া, ট্রাম্প মেইলে আসা অনুপস্থিত ভোট পুনর্গণনা করতে গভর্নরকে চাপ প্রয়োগ করেন। তবে, এ ঘটনা অস্বীকার করেছেন ব্রায়ান কেম্প।
এর আগে, রাজ্যটিতে ভোট পুনর্গণনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। জর্জিয়া অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে ট্রাম্পকে হারান জো বাইডেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি