মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করায় দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির সামরিক নেতাদের এক অভ্যুত্থানের পরে মিয়ানমারের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেন তিনি এবং তাদের ক্ষমতা ত্যাগের জন্য চাপ দেওয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাইডেন।
বাইডেন বেসামরিক নেতৃত্বাধীন সরকার থেকে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত নেতা ও নোবেল বিজয়ী অং সান সুচিকে আটক করার বিষয়টি ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশের উত্তরণে প্রত্যক্ষ আক্রমণ’ বলে নিন্দা করেছেন।