মহামারি করোনার কারণে সৃষ্ট স্থবিরতা মোকাবিলায়, রাষ্ট্র মালিকানাধীন অর্থনীতিতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বেশির ভাগ বাণিজ্য খাতে ব্যক্তি মালিকানায় ব্যবসার অনুমোদনের ঘোষণা দিয়েছে কিউবা।
বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো বলেছেন, শুধু ১২৪টি প্রতিষ্ঠান সরকারের হাতে থাকবে। তবে সেগুলো কোন কোন প্রতিষ্ঠান তা জানাননি তিনি।
এদিকে, সংবাদ সংস্থা এএফপি বলছে, সংবাদমাধ্যম, স্বাস্থ্য সেবা ও প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো হয়তো সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে। ৪০ শতাংশ পর্যটন নির্ভর অর্থনীতির দেশ কিউবায় ৩ দশকের মধ্যে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি দেখা দিয়েছে।