ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে খেলতে যাওয়ায় দেশটি অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার। রোনালদোকে ঘিরে এরই মধ্যে সক্রিয় হয়েছেন সৌদি আরবের ব্যবসায়ীরাও।
খেলোয়াড় হিসেবে বিশ্বসেরাদের একজন হওয়ার পাশাপাশি রোনালদো নিজেও একজন ব্যবসায়ী। রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার, পোশাক এবং সুগন্ধি ব্র্যান্ডসহ নানা খাতে বিনিয়োগ আছে পর্তুগিজ এই মহাতারকার। সৌদি আরবে মাঠের রাজত্ব শুরুর পর এবার সেখানে ব্যবসা করায়ও মনোযোগ দিয়েছেন রোনালদো। জানা গেছে, নিজের পছন্দের রেস্তোরাঁর একটি শাখা আরব দেশটিতেও খুলবেন রোনালদো।
গত বছর যাত্রা শুরু করে টোটো নামের রেস্তোরাঁটি। যেখানে অন্যান্য ক্রীড়াবীদদের সাথে বিনিয়োগ আছে রোনালদোরও। ইতোমধ্যেই রেস্তোরাঁটি মাদ্রিদের সবচেয়ে জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁয় পরিণত হয়েছে। যা রোনালদোর নিজেরও বিশেষ পছন্দের।
এই রেস্তোরাঁকে এখন সৌদি আরবে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ তারকা। ইনস্টাগ্রামে এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘মাদ্রিদে আমার পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শিগগিরই এটি মধ্যপ্রাচ্যেও যাত্রা শুরু করবে।
রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে রোনালদোর সম্পর্কটা বেশ পুরোনো। এর আগে একাধিক রেস্তোরাঁয় বিনিয়োগ করেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। শুধু লিসবনেই আছে তার একাধিক রেস্তোরাঁ। সৌদি আরবে টোটো দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করতে গেলেও, মধ্যপ্রাচ্যে এটিই রোনালদোর মালিকানাধীন প্রথম রেস্তোরাঁ নয়। এর আগে বিশ্বকাপের সময় পতুর্গাল দলের সতীর্থদের নিজের রেস্তোরাঁ তাতেল দে দোহাতে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন রোনালদো।