দুই বছরের চুক্তিতে তিন ফরম্যাটের কোচ হয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিতে ঢাকা এসে পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে ঢাকা এসে পৌঁছান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড়ের মধ্য দিয়েই বিসিবির গাড়িতে করে হোটেলে চলে গেছেন এই শ্রীলঙ্কান।
সংবাদমাধ্যমের সামনে খুব একটা কথা বলতেও রাজি হননি। গাড়ির ভেতর থেকে শুধু ‘ফিরে এসে ভালো লাগছে’ ধরনের কথা বলে বিমানবন্দর ছেড়েছেন। বিমানবন্দরে হাথুরুসিংহেকে আলাদা করে স্বাগত জানাতে বোর্ডের কোনো পরিচালককে দেখা যায়নি, নিরাপত্তাকর্মীর সঙ্গে ছিলেন প্রতিনিধি।
শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে ২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষে চাকরি থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে।