২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে চলতি বছরই শেষ হবে চুক্তির মেয়াদ। কাতার বিশ্বকাপের পর পিএসজি জানিয়েছিল, দ্রুতই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে তারা। এরপর চার মাস কেটে গেলেও মেসির সঙ্গে নতুন করে চুক্তি করেনি পিএসজি। মূলত, মেসির নতুন শর্তেই রাজি হচ্ছে না ফরাসি ক্লাবটি।
ফরাসি ক্লাবটির সঙ্গে মেসিও নতুন করে চুক্তি করতে আগ্রহী। তবে নতুন চুক্তিতে মেসি বেতন বাড়ানোর কথা বলেছেন। আর মেসির এই শর্তই মানতে রাজি নয় পিএসজি। নতুন চুক্তিতে মেসি যে বেতন চেয়েছেন সেটিই দিতে চাচ্ছে না ফরাসি ক্লাবটি।
মেসির বাবা ইতোমধ্যেই পিএসজিকে জানিয়েছেন, কাতার বিশ্বকাপে মেসির পারফরম্যান্স, বিশ্বকাপ জয় সবকিছু মিলিয়ে মেসির বেতন বাড়াতে হবে। তবে, বেতন বাড়াতে রাজি নয় পিএসজি। গত দুই মৌসুমে যে বেতনে মেসি খেলেছেন তারা রাখতে চায় সেটিই। মূলত, বেতন নিয়ে সমঝোতা না হওয়ার কারণেই এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি।
পিএসজি বেতন বাড়াতে রাজি না হলেও মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ৪০ কোটি ডলারের অবিশ্বাস্য সেই প্রস্তাব গ্রহণ করলে মেসি পরিণত হবেন খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ। সৌদি ক্লাব ছাড়াও মেসির সামনে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফেরার সুযোগও। যদিও সেটি নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র উপর।