গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় নিজের শরীরে বিশ্বকাপের উল্কি আঁকিয়েছেন। তবে তাদের মধ্যে একজন খেলোয়াড় সে পথে হাঁটেননি। তিনি আর কেউ নন, তিনি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
অবিস্মরণীয় সেই জয়ের চার মাস পর মেসি জানিয়েছেন, উল্কির পরিকল্পনা তারও আছে। তবে বিশ্বকাপের কী নিয়ে উল্কি করাবেন, তা এখনো ঠিক করেননি।
এক সাক্ষাৎকারে মেসি জানান, তার প্রিয় খাবার বারবিকিউ এবং পরিবারই তার ব্যক্তিগত জীবনের সেরা অর্জন। সেখানে উল্কির বিষয়েও জানতে চাওয়া হয়েছিল মেসির কাছে। পিএসজি তারকা বলেন, ‘আমার পরবর্তী উল্কি হয়তো বিশ্বকাপ নিয়েই হবে। তবে মেসি জানিয়েছেন বিশ্বকাপ ট্রফির উল্কি আঁকাবেন না তিনি শরীরে।
এদিকে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরাতে আর দুই মাস বাকি। আগামী মৌসুমে কোথায় খেলবেন, তা এখনো ঠিক করেননি জাদুকর। পিএসজি তার সঙ্গে নতুন চুক্তি করতে চায়, এমনটাই শোনা গিয়েছিল আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর। কিন্তু সেটি এখনো আলোর মুখ দেখেনি। তাই কেউ কেউ ভাবছেন, মেসি বোধ হয় বার্সেলোনাতেই ফিরবেন।
তবে মেসির বার্সেলোনায় ফেরার বিষয়টি বেশ কঠিন। কারণ পিএসজির মতো মোটা অংকের টাকা দিয়ে কোন খেলোয়াড়কে খেলানোর সামর্থ তাদের নেই। ফলে সবকিছু এখনও বেশ অনিশ্চিত। যদি শেষ পর্যন্ত মেসি ক্যাম্প ন্যু-তে ফিরে যায় তাহলে আর্থিকভাবে বেশ খানিকটা ছাড় দিতে হবে ক্ষুদে জাদুকরকে।