তিনদিন আগেই নিজেকে ‘সুপারম্যান’ দাবি করে ইব্রাহিমোভিচ জানিয়েছিলেন, এখনো অবসর নেওয়ার সময় হয়নি তার। কিন্তু তিনদিন পার না হতেই এবার অবসরের ঘোষণা দিয়ে ফেললেন ইব্রা। রোববার রাতে সান সিরোর দর্শকদের সামনে ইব্রা বলে দিলেন, ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।
এসি মিলান-ভেরোনা ম্যাচের আগে তার ক্লাব নিশ্চিত করেছিল, মৌসুম শেষেই মিলান ছাড়বেন ইব্রা। মিলানে তার মেয়াদ ফুরানোয় তাকে নিয়ে নতুন করে আগ্রহ দেখায়নি কেউ। তিনিও তাই আর ক্যারিয়ার লম্বা করেননি, জানিয়ে দিয়েছেন অবসর।
ম্যাচ শেষে ইব্রাকে মাঠে গার্ড অব অনার দিয়েছে মিলানের খেলোয়াড় ও স্টাফরা। শুধু তাই নয়, এই সুপারস্টারকে বিদায় জানাতে সমর্থকরা নানা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে আসেন। চোখের জলে তারা বিদায় জানান কিংবদন্তিকে।
৪২ ছুঁইছুঁই ইব্রার বিদায়ে অবসান হলো তার ২৪ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ার। ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে ফুটবলকে বিদায় জানিয়ে ইব্রা বলেন, প্রথমবার যখন আমরা মিলানে এলাম, আপনারা আনন্দ দিয়েছিলেন। দ্বিতীয়বার ভালোবাসা। আমার অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছিলেন, আমাকে বরণ করে নিয়েছিলেন। পুরোটা সময় মিলানের ভক্ত হয়ে থাকব।
ইনজুরির কারণে এই মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন ইব্রা। মিলানের জার্সিতে নিজের শেষ মৌসুমে মাত্র চার ম্যাচে খেলেছেন তিনি। দুই দফায় এসি মিলানের জার্সিতে ১৬৩ ম্যাচে ৯৩ গোল করেছেন ইব্রা। ২০০১ সালে সুইডেন জাতীয় দলের হয়ে অভিষেকের পর ১২১ ম্যাচে ৬২ গোল করেন তিনি। সুইডেনের সর্বকালের সেরা গোল স্কোরার ইব্রাহিমোভিচ। ২৪ বছরের ক্যারিয়ারে মোট ৯টি ক্লাবে খেলেছেন সুইডিশ এই তারকা।