কথা ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই বোর্ড সভায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে এখন পর্যন্ত কাঙ্খিত সেই বোর্ড সভা আলোচনার টেবিলে গড়ায়নি। কবে নাগাদ হবে সেটিও ছিল অজানা। অবশেষে জানা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালকদের বোর্ড মিটিং।
বিসিবির অন্য যেকোনো সভার তুলনায় এবারের সভা কিছুটা বাড়তি গুরুত্ব পাচ্ছে। বোর্ড সভায় আলোচনার জন্য ঝুলে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। যেমন নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব, নতুন কোচ নিয়োগ। এছাড়া তামিম ইকবালের জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্তও হতে পারে এই সভা থেকেই।