উয়েফা নেশন্স লিগে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছেও ল্যোভের শিষ্যরা হেরেছে ২-১ গোলে। দলটির টানা বিবর্ণ দশায় আলোচনায় আসেন কোচ ইওয়াখিম ল্যোভ।
১৪ মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলের সুবাদে স্পট কিক থেকে টোনি ক্রোসের গোলে এগিয়ে গিয়ে খোলস ছেড়ে বের হয়ে আসার ইঙ্গিত দিয়েছিলো জার্মানরা।
তবে দ্বিতীয়ার্ধের পর তাদের রক্ষণ ছিন্নভিন্ন করে দেন আন্তোয়ান গ্রিয়েজমান। ৬২ মিনিটে তার হেড করা গোল থেকেই আসে সমতা। ৮০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান করেন ২-১। ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি।
কিছুদিন আগে ডাচদের কাছে ৩-০ গোলে উড়ে যাওয়া জার্মানরা এই ম্যাচে আর ফেরার সুযোগ পায়নি বাকি সময়।
দলিগ এ-তে গ্রুপ ১ এর খেলায় ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে জার্মানি। এমন অবস্থায় লিগ বি-তে অবনমন শঙ্কায় রয়েছে তারা। এই অবস্থায় ল্যোভের চাকরি হারানোর চাপটা বেড়ে যাওয়াই স্বাভাবিক। কারণ ২০০০ সালের পর এমন বাজে দশায় রয়েছে জার্মানি। যারা প্রতিযোগিতামূলক ম্যাচে টানা দ্বিতীয়বার হারের স্বাদ পেলো।
জার্মানদের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও এই ম্যাচ জিতে লিগের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
নিউজ ডেস্ক / বিজয় টিভি