জাতীয় দলের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামলেন ওয়েন রুনি। বিদায়ী ম্যাচে নিজে গোল না পেলেও সতীর্থরা তাকে দাপুটে জয় উপহার দিয়েছেন । আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড।
বৃহস্পতিবার রাতে ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আতিথ্য নেয় যুক্তরাষ্ট্র। শুরু থেকেই অতিথিদের চেপে ধরে ইংল্যান্ড। ২৫ মিনিটে দলকে লিড এনে দেন জেসেলিনগার্ড। ২ মিনিট পর সফল নিশানাভেদে একরকম জয় নিশ্চিত করে ফেলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি সচল রাখে ইংল্যান্ড। ৫৮ মিনিটে লিনগার্ডের বদলি হিসেবে রুনি নামলে তা আরও গতি পায়। ফলে ব্যবধানও বাড়ে। ৭৭ মিনিটে দারুণ ভলিতে ঠিকানায় বল পাঠান ক্যালাম উইলসন। এ নিয়ে অভিষেকেই গোল পেলেন তিনি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়েন গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। সেই দেশের সর্বোচ্চ গোলদাতা রুনি (৫৩) উপহার দেন তারা।
ইংল্যান্ডের হয়ে রুনির অভিষেক হয় ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৫ সালে ববিচার্লটনকে (৪৯ গোল) পেছনে ফেলে ইংলিশদের সর্বোচ্চ গোলদাতা হন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি