এবারের মৌসুমে গ্রীষ্মের সময়টা একেবারেই ভাল যায়নি বলে স্বীকার করেছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। একইসাথে তিনি স্বীকার করেছেন তার এই বাজে ফর্ম ক্লাবের ফলাফলের ওপরও প্রভাব ফেলেছে।
আগস্টে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেছিলেন চুক্তির শর্তানুযায়ী ক্লাব ছাড়ার ক্ষেত্রে তার উপর আর কোন রিলিড ক্লজ থাকবে না। কিন্তু বার্সেলোনায় পুরো বিষয়টি নাকচ করে দিয়ে তার উপর ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দাবী করে। পুরো বিষয়টি নিয়ে তৎকালীন ক্লাব সভাপাতি জোসেপ মারিয়া বার্তোমেউর সাথে সম্পর্ক বেশ খরাপ হয়ে যায় মেসির। যে কারনে মেয়াদের কিছুটা আগেই সভাপতির পদ ছেড়ে চলে আসতে বাধ্য হন বার্তোমেউ। শেষ পর্যন্ত বার্সেলোনায় থেকে যাবার সিদ্ধান্ত নেয়া ৩৩ বছর বয়সী মেসি স্প্যানিশ টেলিভিশন লা সেক্সটাতে বলেছেন, ‘মৌসুমের শুরুতেই আমি সবকিছু পিছনে ফেলে এসেছি। সত্যি কথা হচ্ছে ক্লাবের সময়টা আমি এই মুহূর্তে উপভোগ করছি। যদি গ্রীষ্মকালীন সময়টা আমার মোটেই ভাল কাটেনি।’
শনিবার ভ্যালেন্সিয়ার সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে বার্সার হয়ে প্রথম গোলটি করে মেসি ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে ৬৪৩ গোলের ক্লাব রেকর্ড স্পর্শ করেছেন। এবারের মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে ১৭ ম্যাচে এটি মেসির নবম গোল। বর্তমানে লা লিগা টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কাতালান জায়ান্টরা।
এবারের মৌসুমের শেষে মেসির সাথে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাবার পর ফ্রি এজেন্টে পরিনত হবে আর্জেন্টাইন এই সুপারস্টার। আগামী ১ জানুয়ারি থেকেই তিনি অন্য ক্লাবের সাথে আলোচনা শুরু করতে পারবেন। (সুত্র:বাসস)