স্প্যানিশ কোপা দেল রে টুর্নামেন্টে সবচেয়ে সফল দল বার্সেলোনা, ৩০ বার চ্যাম্পিয়ন হয়েছে। ২৩ বার শিরোপা জিতে তারপরই আছে আথলেতিক বিলবাও। কিন্তু তাদের সবশেষ শিরোপা ৩৭ বছর আগে। সেই অপেক্ষা আরো বাড়ালো এবার রিয়াল সোসিয়েদাদ। ২০১৯-২০ আসরের ফাইনালে বিলবাওকে ১-০ গোলে হারিয়ে ৩৪ বছর পর বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবটি।
কোপা দেল রে’র এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের মে মাসে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা পিছিয়ে যায়। একে তো ফাইনাল তার ওপর ম্যাচটা ভিন্ন মাত্রা পায় বাস্ক ডার্বি হওয়ায়।
প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে আসে মাহেন্দ্রক্ষণ। পেনাল্টি পায় সোসিয়েদাদ। ভিএআরে পাঁচ মিনিট পর্যবেক্ষণের পর রেফারি পেনাল্টি দেন সোসিয়েদাদকে। ৬৩ মিনিটে সেখান থেকে গোল করেন মিকেল ওইয়ারজাবাল।
এরপর আর গোল করতে পারেনি কোনো দল। সমতা আনতে পারেনি বিলবাও। ফলে ৩৪ বছর পর কোপা দেল রে শিরোপা জয় করে সোসিয়েদাদ।
সবশেষ ১৯৮৭ সালে এই শিরোপো জিতেছিল ক্লাবটি। ২০২০-২১ আসরের ফাইনালে আগামী ১৭ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।