নিউজ ডেস্ক / বিজয় টিভি
মহান মে দিবস আজ। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের লোকনাথ টেংকের পাড় থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এদিকে “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” স্লোগানে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এছাড়া নাটোর, কুমারখালি, কালকিনি, মাদারীপুর, দিনাজপুর, বরগুনা, সাতক্ষীরা, লক্ষীপুর, খুলনাসহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি