ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব ঘুচে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনে এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘এই আইন কার্যকরের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র মধ্যে যে দূরত্ব ছিল, তা ঘুচিয়ে নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও পণ্যে ট্যাক্স বাড়ছে না, বরং কমতে পারে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করবে এফবিসিসিআই।
নিউজ ডেস্ক / বিজয় টিভি