নিউজ ডেস্ক / বিজয় টিভি
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আড়াই মাস পর দেশে ফিরলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি দেশবাসী, দলীয় নেতা-কর্মী এবং চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে ভুগছেন। গত ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি