দেশের বেসরকারি বীজ কোম্পানিগুলোকে কম মুনাফা অর্জন করার জন্য অনুরোধ জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
আজ (সোমবার) তার বাসভবন থেকে করোনা ভাইরাসজনিত বিরাজমান পরিস্থিতিতে ‘বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, আমদানি, সরবরাহ ও বিপণন নিরবচ্ছিন্ন রাখা’ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে অনলাইন সভায় তিনি এ অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, করোনার এ দুর্যোগময় পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশ ও এদেশের কৃষকেরাও বিরূপ পরিস্থিতির মুখোমুখি। এটি মোকাবিলায় সরকার কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকিসহ নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি