নিউজ ডেস্ক / বিজয় টিভি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড রায় দিয়েছে আদালত।
একই সাথে বাকি আট আসামিকে খালাস দিয়ে এ রায় দেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায়। দন্ডিতরা হলেন রাজশাহীর কাটাখালি পৌর যুবদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম মানিক, আবদুস সামাদ পিন্টু ও সবুজ শেখ। এর মধ্যে সবুজ শেখ পলাতক রয়েছেন। পাঁচ বছর আগে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউলকে ক্যাম্পাসের পাশে চৌদ্দপাই এলাকায় বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রারের করা মামলায় গত ১৩ মার্চ সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল। ৩৩ জনের সাক্ষ্য নেয়ার পর যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি