চট্টগ্রামে একদিনের ব্যবধানে সব রেকর্ড ভেঙে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৬৬ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড । এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৮১ হাজার ২১৭ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন।
শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১০৮৫ জন এবং বিভিন্ন উপজেলার ৩৮১ জন রয়েছেন।
চট্টগ্রামে করোনায় মৃত ৯ জনের মধ্যে ৫ জন নগরের, বাকি ৪ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১৫ জন।