গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৮৫ জনের। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭১ জন। শনাক্তের মধ্যে নগরে ৬২ হাজার ৭৮০ জন। উপজেলায় ২১ হাজার ৯১ জন। নতুন ১১ মৃত্যুর মধ্যে ৪ জন নগরে, ৭ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৯৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯২ জন নগরের। উপজেলায় মারা গেছেন ২৯৩ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার ২ হাজার ৭১৬ জনের নমুনা পরীক্ষায় ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৯২ জন। উপজেলায় ২৯৩ জন।