গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের রুমা বেগম, গৌরীপুরের মনি আক্তার ও ঈশ্বরগঞ্জের শফিকুল ইসলাম।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইসিইউতে ৭ জন চিকিৎসাধীনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১২৮ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্ট করে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।