গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১০৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৬৬৬ জনে। এ সময় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬৪ জনে।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৫৪ এবং উপজেলার ৫২ জন।