গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১১২ জন। নতুন সংক্রমণের হার ৬ দশমিক ৩৯ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত ২ রোগির মৃত্যু হয়।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ সব তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ ও নগরীর দশটি ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে বুধবার চট্টগ্রামের ১ হাজার ৭৫৩টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়ে ১১২ জন । এদের মধ্যে শহরের ৭৬ জন ও আট উপজেলার ৩৬ জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১ হাজার ১৩১ জনে। এতে শহরের ৭৩ হাজার ২৯৪ ও গ্রামের ২৭ হাজার ৮৩৭ জন।
চট্টগ্রামে গতকাল করোনায় শহরের দু’জন মারা যান। মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ২৭৯ জন হয়েছে। এতে শহরের ৭০৬ ও গ্রামের ৫৭৩ জন। এদিন আরোগ্যলাভ করেন নতুন ৮শ’ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৪ হাজার ৬৬৪ জনে উন্নীত হয়েছে।
হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১৭৬ জন এবং আইসোলেশন-মুক্তির ছাড়পত্র নেন ১২৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৪৩৭ জন।