এক সপ্তাহ পর করোনাভাইরাসের মৃত্যুশূন্য আরেকটি দিন পার করেছে চট্টগ্রাম। এ দিন নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৩ শতাংশ।
শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
প্রতিবেদনে আরও জানা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর নয়টি ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয় আরও ৪৬ জন। এদের মধ্যে শহরের ২৭ ও সাত উপজেলার ১৯ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৫৬২ জন। সংক্রমিতদের মধ্যে ৭৩ হাজার ৫৬৭ শহরের ও ২৭ হাজার ৯৯৫ জন গ্রামের।
গতকাল করোনায় আক্রান্ত কোনো রোগি মারা যাননি। মৃতের সংখ্যা ১ হাজার ২৮৯ জন রয়েছে। এতে শহরের ৭১১ ও গ্রামের ৫৭৮ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ৬৩ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৫৬৮ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১০৭ জন। ছাড়পত্র নেন ৫৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৬০১ জন।