চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ২ দশমিক ১২ শতাংশ। এ সময়ে এক রোগীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে গতকাল বুধবার ১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩৬ জনের মধ্যে শহরের ১৩ এবং ১০ উপজেলার ২৩ জন। জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৯৪০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় গ্রামের একজন মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩০৫ জন। এর মধ্যে ৭২০ জন শহরের ও ৫৮৯ জন গ্রামের।