নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌর এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র মো. জোবায়ের (১৮) খুনের ঘটনায় অভিযুক্ত ৪ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম
আটককৃতরা হলো, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও আলম রিমন (১৬)।
এসপি শহীদুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালের দিকে জোবায়েরের সঙ্গে রাকিব ও পিয়াসের ছোট ভাই আরিফুল ইসলামের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে জোবায়েরকে তার বন্ধু লাদেন মুঠোফোনে বাসা থেকে ডেকে নেয়। এরপর রাকিব, পিয়াস ও আরিফসহ আরো কয়েকজন মিলে জোবায়েরকে মারধর করে। একপর্যায়ে তারা জোবায়েরকে ছুরিকাঘাত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় জোবায়েরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মারা যান জোবায়ের।