নিউজ ডেস্ক / বিজয় টিভি
ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে উপজেলার জয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুর মোহাম্মদ হাওলাদার বাদী হয়ে মো. হানিফ হাওলাদারসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী নুর মোহাম্মদ হাওলাদারের সঙ্গে একই বাড়ির হানিফ হাওলাদারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে রাত দশটার দিকে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে নুর মোহাম্মদের বাড়িতে হামলা চালায় তারা। এসময় বাড়ির আসবাবপত্র ভাংচুরসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি