নিউজ ডেস্ক / বিজয় টিভি
বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকেই বাস চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাসগুলো দিনে দুই ট্রিপের পরিবর্তে একবার চালানোর দাবি জানান শ্রমিকরা। এদিকে মালিকপক্ষ দাবি না মানায় শ্রমিকরা বন্ধ রেখেছে বাস চলাচল। তবে, উভয় পক্ষের সমঝোতায় শিগগিরি মেহেরপুর-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি