বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় দুই দিনের ‘ইন্দো-বাংলা’ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
জেলার দর্শনায় অনুষ্ঠিত ক্যাম্পে কলকাতার ‘রুবি জেনারেল হাসপাতালে’র ৫ সদস্যের একটি টিমসহ বাংলাদেশের চিকিৎসকরাও সেবা প্রদান করেছেন। ক্যাম্পে বিভিন্ন এলাকার ৬শ রোগীকে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেয়া হয়। এর আগে শনিবার এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি