লক্ষীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সকালে পৌর শহরের জিবি রোডে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম স্থানীয় ‘দালাল বাজার ডিগ্রী কলেজে’র এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল। পুলিশ জানায়, ভোরে নতুন কেনা মোটরসাইকেলটি নিয়ে বের হয় ইব্রাহীম। বেপরোয়া গতিতে মটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের অসচেতনতাকে দায়ী করছেন পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি