নরসিংদীর রায়পুরায় ‘হোসেন মিয়া’ নামে এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, গত শনিবার বাড়ির পাশে সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল হোসেন। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। সোমবার সকালে হোসেনের মরদেহ বাড়ির পাশে একটি ডোবায় ভাসতে দেখে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে স্বজনদের অভিযোগ, একই গ্রামের দ্বীন ইসলাম নামে এক ব্যক্তি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ ঘটনার পর থেকে দ্বীন ইসলাম পলাতক রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি