বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এসময় মুমূর্ষু স্বামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তাকে।
সম্প্রতি প্রকাশিত ঐ সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৬ জুন আহত অবস্থায় রিফাতকে রিকশাযোগে হাসপাতালে নিয়ে যান মিন্নি। এসময় সেখানে উপস্থিত এক যুবক রিফাতকে বহনকারী রিকশার দিকে দৌঁড়ে যান। পরে হাসপাতালের ভিতরে গিয়ে একটি স্ট্রেচার নিয়ে আসেন তিনি। ইতোমধ্যে উপস্থিত অনেকেই সাহায্য করতে এগিয়ে আসেন। রিফাতকে রিকশা থেকে নামিয়ে স্ট্রেচারে করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর মিন্নি হাসপাতালের সামনে উপস্থিত একজনের মুঠোফোন থেকে কল দিয়ে কারও সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও চাচা আবু সালেহ হাসপাতালে আসেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি