আসন্ন দুর্গোৎসবকে ঘিরে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর কুমার মজুমদারসহ অন্যরা। সভায় প্রতিমা তৈরি থেকে পূজার পূর্ব মুহূর্ত, পূজাকালীন ও পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা বলবৎ রাখতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। এবার জেলায় ৭৮টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি