কুমিল্লার মনোহরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে গুচ্ছগ্রাম স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খিলা ইউনিয়নের তুগুরিয়া-মুন্সিরহাট সাতেশ্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাতেশ্বরে গুচ্ছগ্রাম চাই না’ শ্লোগানে গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন এ কর্মসূচিতে। এ সময় বক্তারা বলেন, গ্রামের ঐতিহ্যবাহী মাদরাসা, এতিমখানা, মসজিদ ও কবরস্থানের পাশে সংকীর্ণ জায়গায় গুচ্ছগ্রাম স্থাপন করা হলে ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হবে। এ সময় গুচ্ছগ্রাম অন্যত্র স্থাপনের দাবি জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এলাবাসী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি