লক্ষীপুরে অনুমোদনহীন ভোগ্য পণ্য বাজারজাত করার দায়ে এসএসফুড প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পালপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই ভোগ্য পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে ওই প্রতিষ্ঠান। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি