‘আবরার হত্যাকাণ্ড বাক স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত’ উল্লেখ করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে।
সকালে ‘সচেতন নাগরিক কমিটি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সভাপতি প্রফেসর মো. লাল মিয়া, সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ডালিয়া নাসরীনসহ অন্যরা। এসময় বক্তারা আববার ফাহাদ হত্যা মামলার আসামিদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অতি দ্রুত বিচার কার্য সম্পন্নের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া অপরাজনীতির শিকার সকল হত্যাকাণ্ডের বিচারসহ ছাত্র সংগঠনগুলোকে দলীয় রাজনীতিমুক্ত করে শিক্ষাঙ্গণের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান বক্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি