বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দূর্নীতি বিরোধী চলমান অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।
বুধবার সকালে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুদক নিজেদের কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এখন সক্ষমতা অর্জন করেছে বলেও জানান তিনি। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ কামুরুজ্জামানসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি