ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনারগায়েঁ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।
ঈমাম উলামা ঐক্য পরিষদের ব্যানারে দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার বানীনাথপুর থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে হাবিবপুর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তৌহিদী জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।এ সময় বক্তব্য রাখেন সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিবগন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি