গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্র আশিকুর রহমান সাম্য হত্যার দায়ে ৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৮ আসামির পাঁচ বছর জেল ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
আজ (বৃহস্পতিবার) দুপুরে গাইবান্ধা আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিকের আদালতে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করা হয়। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সকালে সাম্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান সরকার বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি