বগুড়া-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে।
আজ (সোমবার) বিকেলে বগুড়া সারিয়াকান্দি উপজেলায় বাদ আসর ৩য় জানাযা শেষে সারিয়াকান্দি ঈদগাহ মাঠের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে, সোনাতলা উপজেলার মিনি স্টেডিয়ামে তার মরদেহ আনার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাদ যোহর অনুষ্ঠিত হয় তার ২য় জানাযা।
গত শনিবার আব্দুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি