দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাস্তা প্রশস্তকরণে ফুলবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।
আজ (মঙ্গলবার) সকালে নির্বাহী ম্যাজিট্রেট ইমদাদুল হক শরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফুলবাড়ী ঢাকা মোড় থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে গড়ে ওঠা দোকান-পাট, বাসা-বাড়ি, মার্কেট-শোরুমসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের যুগ্মসচিব মাহবুবুর রহমান ফারুকী, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী ইঞ্জিনিয়ার সুনিতি চাকমাসহ স্থানীয় প্রশাসন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি