বিএনপিকে রাজনীতির বিষবৃক্ষ উল্লেখ করে জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত-জঙ্গি হচ্ছে সেই বিষবৃক্ষের ডালপালা।
আজ (শনিবার) দুপুরে ময়মনসিংহের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি আজ রাজনীতি থেকে বিদায় নিচ্ছে, জঙ্গী-সন্ত্রাসীরাও আজ পরাজিত-কোণঠাসা। বর্তমানে রাজনীতির মাঠে প্রতিপক্ষ নেই বলেও মন্তব্য করেন তিনি।
জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে জাসদ স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি