রাজশাহীর গোদাগাড়ী, গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও যশোরের বেনাপোলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
আজ (বুধবার)সকালে, রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে জাহিদুল ইসলাম মাওলা ও অজ্ঞাতনামা ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিরামপুর নামক স্থানে হানিফ পরিবহন ও বাঁশ বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে মা রাহেলা বেওয়া ও মেয়ে শেফালী বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।
চুয়াডাঙ্গার পৌর এলাকার ছাগল ফার্মের অদূরে কাঠবোঝাই আলমসাধু উল্টে এর চালক হাবিবুর রহমান নিহত হয়েছেন।
এদিকে, যশোরের শার্শার রামপুরে মাটিবাহী ট্রাক চাপায় জিম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ট্রাকটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি