বগুড়ার শিবগঞ্জে বাস খাদে পরে হেলপার সহ ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন,হেলপার শিবগঞ্জ উপজেলার রানয়গর গ্রামের আমজাদ হোসেন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার ভ্যান চালক পুটখুর গ্রামের হাফেজ আলীর ছেলের মোঃ দিলবর (৪২)।
জানা যায়,বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা- জয়পুরহাট সড়কের কিচক কেকা ফিলিং স্টোর সংলগ্ন নামক স্থানে বগুড়া-টু জয়পুরহাটগামী আধুনিকা নামে বাস টি জয়পুরহাটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যান হঠাৎ করে বাসের সাইডে প্রবেশ করলে ভ্যানটি কে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পরে যায়।
শিবগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যদের যৌথ উদ্ধার অভিযানে হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি