সিরাজগঞ্জে ডাকাতি ও ছিনতাইকালে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হাঁসুয়া ও একটি ছোরা উদ্ধার করা হয়।
আজ (রোববার) দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। তিনি জানান, সায়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি দল ডাকাতি করে আসছিল।
শনিবার রাতে পূর্ব মোহনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। এদিকে, শনিবার বিকেলে রানীগ্রাম বটতলা থেকে গুণেরগাঁতী সড়কে ছিনতাইকালে পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে।
এ সময় ছিনতাই হওয়া নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করা হয়। এসব ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি