হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ৮জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, পুলিশের ধারণা নিহত এবং আহতরা ছুটির দিন উপলক্ষে সিলেটে বেড়াতে অথবা মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এরশাদুল হক ভূইয়া জানান, প্রায় ১২জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রেবাসটি। পথিমধ্যে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৮জন এবং গাড়িতে থাকা অন্যরা আহত হয়েছেন।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে ও আহতদের হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী এবং আহতদের মধ্যে এক শিশু রয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি