বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন চিকিৎসক ও শিশুসহ আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে নয়জন নারী ও একজন শিশু রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৩৫৭ জনে পৌঁছাল।
গতকাল (রোববার) রাতে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৭৭টি, জয়পরেহাটের চারটি এবং সিরাজগঞ্জ থেকে আসা সাতটি নমুনা পরীক্ষা করা হয়।
এতে বগুড়ার ৩৫ জন এবং জয়পুরহাট জেলার দুজনের করোনা পজিটিভ আসে। বগুড়ায় শনাক্ত ৩৫ জনের মধ্যে বগুড়া শহরের ১২ জন, শেরপুর উপজেলার ৭ জন, গাবতলী উপজেলার ৪ জন, ধুনট, নন্দীগ্রাম ও সারিয়াকান্দি উপজেলার ৩ জন করে এবং শাজাহানপুর, দুপচাঁচিয়া ও শিবগঞ্জ উপজেলার একজন করে আছেন। শহরের ১২ জনের মধ্যে চেলোপাড়া, মাটিডালি, জলেশ্বরীতলা, সেউজগাড়ি ও রাজাবাজারের বাসিন্দা রয়েছেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি