করোনার উপসর্গ নিয়ে সিলেট নগরের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুই রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, তারা দু’জনেই নগরের বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এ দু’জন সোমবার (০১ জুন) ভোরে মারা যান। তাদের দু’জনের করোনার উপসর্গ থাকার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
অবশ্য করোনা আক্রান্ত কিনা, তা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি