বেসরকারিভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল। এতে নমুনা দেয়ার তিন ঘণ্টার মধ্যে শনাক্ত করা যাবে দেহের করোনাভাইরাস।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহসহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ জানান, পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে।
আজ থেকে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার কাজ শুরু করা যাবে। নমুনা দেয়ার আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। সরকার নির্ধারিত ফি সাড়ে তিন হাজার টাকায় করোনাভাইরাস পরীক্ষা করা যাবে এখানে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি