নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। বাড়তে পারে হতাহতের সংখ্যা। আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রায়পুরায় এক বিয়ের অনুষ্ঠান শেষে রায়পুরা থেকে চাঁদপুর যাচ্ছিলো যাত্রীবাহী একটি মাইক্রোবাস। পথে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাতটার দিকে মাইক্রোবাসটি সোনাইমুড়ি টেক এলাকায় আসার পর ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়।
নিহতদের মধ্যে সজল (২০), সিগ্ধা (৮), প্রান্তিকা (৬) ও বৃষ্টি (৭) নামে চারজনের নাম জানা গেছে। তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলবে।
আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকা মেডিকেলে নেয়া হলে আরও চারজন মারা যায় বলে জানা গেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি